নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাস চাপায় মো. নুরুল হুদা (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চৌরাস্তা-সোনাপুর ফোরলেন সড়কের রমজান বিবি বাজার সংলগ্ন সাবিক সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,বিকেলে নুরুল হুদা রমজন বিবি বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় চৌরাস্তা-সোনাপুর ফোরলেন সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা তদন্ত করে দেখছে। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এএটি