ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

হাসপাতালে মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
হাসপাতালে মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি

সাভার (ঢাকা): সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহিদুল ইসলাম (৬০) নামে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি।  

শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহটি রেখে যায় তারা।

 

জাহিদুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ থানার বৈরামপুর গ্রামের বাসিন্দা। সাভারের ইমান্দিপুরে থাকতেন তিনি। প্যাডরোলো পানির পাম্পের শোরুমে সিকিউরিটি হিসেবে কাজ করতেন তিনি।  

রেদোয়ান সিকিউরিটিজ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রেদোয়ান হোসেন খন্দকার বলেন, সোলেমান নামে এক বৃদ্ধ জাহিদুলকে আমার অফিসে নিয়ে আসেন চাকরি জন্য। নামাজের ১০ মিনিট আগে আমার সঙ্গে কথা বলে দুইজনে বের হয়ে যান। একটু পরেই শুনি জাহিদুলের মরদেহ হাসপাতালে। পরে আমি সোলেমানের সঙ্গে ফোনে কথা বলি তিনি জানান অফিস থেকে বেরিয়ে একটি বাসে উঠে তিনি রেডিও চলে গেছেন। জাহিদুল তার ইমান্দিপুরে বাসায় যাবে বলে অটোরিকশায় জন্য অপেক্ষা করছিলেন।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বাংলানিউজকে বলেন, সন্ধ্যার দিকে আমাদের হাসপাতালে দুইজন ব্যক্তি একজন আহত ব্যক্তিকে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। যারা মরদেহটি এনেছেন তারা রিকশা ভাড়া দেওয়ার কথা বলে পালিয়ে গেছে।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাংলানিউজকে বলেন, বিকেলে পৌরসভার তালবাগ এলাকায় রেদোয়ান সিকিউরিটি এজেন্সিতে চাকরির জন্য যান জাহিদুল। সেখান থেকে মাগরিব নামাজের ১০ মিনিট আগে বের হয়ে আসেন তিনি। তার ঠিক ১৫ থেকে ২০ মিনিট পরই কপালে ও পায়ে আঘাতপ্রাপ্ত জাহিদুলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন দুই ব্যক্তি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোণানা করেন।  

এদিকে রিকশা ভাড়া দেওয়ার কথা বলে ওই দুইজন হাসপাতাল থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে বলে গেছেন সড়ক দুর্ঘটনায় তিনি মার গেছেন। আমরা ধারণা করছি সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তারপরও বিষয়টি তদন্ত করছি।  

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।