গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মাইদুল ইসলাম (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মাইদুল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সাপের খেলাসহ কবিরাজি ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন মাইদুল। দুপুরে সাপের খেলা দেখানোর জন্য কাঠের বক্স থেকে সাপ বের করার সময় একটি সাপ তাকে দংশন করে। বিষয়টি তাৎক্ষণিক কাউকে বুঝতে না দিলেও মাইদুল বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার ৩ ঘণ্টার পর বিকেলে মাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জের হরিরাম পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব সাপুড়িয়া মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
আরএ