ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিলের পানিতে ভাসছিল বৃদ্ধার মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
বিলের পানিতে ভাসছিল বৃদ্ধার মরদেহ

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন এলাকার একটি বিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

 

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, নরুন এলাকায় একটি বিলে এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।