ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

ঢাকা: রাজধানীতে বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. আসান আলী (৪০) নামে এক প্রবাসী।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামে। তার বাবার নাম হামাদ আলী।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বসুমতি পরিবহনের বাসচালক মো. হাসান জানান, গাজীপুর থেকে বাস নিয়ে গাবতলী যাচ্ছিলেন তিনি। পথে বিমানবন্দর এলাকা এলে আসান আলী তার বাসে উঠেন। বাসটি গাবতলী পৌঁছালে সিটে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে বাস থেকে নামিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তার সঙ্গে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে তার নাম-পরিচয় জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আজই দেশে ফিরেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।