ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে কমলাপুর স্টেশনের ওয়াশপিটে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন জানান, সকালে কমলাপুর স্টেশনের ১ নম্বর লাইনের ওয়াশপিটে মহুয়া এক্সপ্রেস নামে একটি ট্রেন প্লেস করছিল। এ সময় ওই যুবক হেঁটে রেললাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ফুলহাতা চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।