ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারকালে শিশুকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ভারতে পাচারকালে শিশুকে উদ্ধার

ঢাকা: বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সজিবুর রহমান নামে ১২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সজিবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে।

সে কুঁড়েরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত হস্পতিবার সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বলেন, সকালে পাচারকারীরা সজিবুর রহমান নামে এক শিশুকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তে নিয়ে আসে।

দায়িত্বরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া করলে শিশুটিকে ফেলে পাচারকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।