ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পৃথক ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
পটুয়াখালীতে পৃথক ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীতে পৃথক ঘটনায় বাবা-মেয়েসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ও শনিবার গভীর রাতে পটুয়াখালীতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, পৌর শহরের পুরান বাজার বণিক পট্টি এলাকায় নিজ বাসায় মেয়ে স্বর্ণা দেবনাথ (২৬) গলায় ফাঁস নিয়েছেন, এমন খবর শুনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় আসেন বাবা শ্যামল দেবনাথ (৬৮)। এসময় মেয়ের মরদেহ দেখেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তাদের উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত স্বর্ণা দেবনাথ শ্যামল দেবনাথের দুই মেয়ের মধ্যে ছোট। তিনি মাস্টার্স পাশ করেছেন এবং অবিবাহিত ছিলেন। শ্যামল দেবনাথ বণিক পট্টিতে কাপড়ের ব্যবসা করেন।

এদিকে ঘটনা শুনে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মেয়ের মৃত্যুর কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম।  

তিনি বলেন, মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তবে সঠিক কারণ অনুসন্ধানের জন্য ময়নাতদন্ত করা হয়েছে। আর মেয়ের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

এদিকে জেলার কলাপাড়ায় নারগিস বেগম নামে (২৩) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারগিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।  

নিহতের বাবা আনোয়ার জানান, রাজিব নেশাগ্রস্ত ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে চাপ প্রয়োগ করে আসছিল রাজিব। পরে রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এতেও রাজিব ক্ষ্যান্ত না হয়ে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে একই উপজেলায় হাত-পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ওই এলাকার মৃত তৈয়বালী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সাইদুলের হাত-পা বেঁধে মাথায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ