রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য থেকে জানাযায় আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে। আর খাদ্যে মূল্যস্ফীতির এই হার ১২ দশমিক ৫৪ শতাংশ।
খাদ্যে মূল্যস্ফীতির এই হার ১১ বছর ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।
বিবিএসের তথ্যে জানা গেছে, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২১ সালের আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার পরিশোধ করার পর রিজার্ভ নেমেছে ২১ দশমিক ৪৮ বিলিয়ন বা ২ হাজার ১৪৮ কোটি ডলারে। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী গ্রস রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
এই পরিস্থিতিতে আমদানি বাড়িয়ে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের সুযোগও তেমন একটা থাকছে না। অর্থনীতির এই উভয় সংকট চাপ বাড়াচ্ছে মধ্য ও নিম্নবিত্তের জীবনযাত্রায়। এই পরিস্থিতে ব্যবসায়ীদের মূল্য কারসাজি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে, তাই বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি আসছে ভোক্তাদের কাছ থেকে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এমএম