ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন-মিউজিয়াম স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন-মিউজিয়াম স্থাপন

লক্ষ্মীপুর: কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে ও মেধা বিকাশের লক্ষ্যে জেলার রায়পুরে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে।

এরমধ্যে তিনটি বিদ্যালয়ে শেখ রাসেল সাইন্স জোন ও তিনটি বিদ্যালয়ে শেখ রাসেল মিউজিয়াম স্থাপনের মধ্য দিয়ে এ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল সাইন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, টিপু সুলতান, আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়, বিআরডি কর্মকর্তা আব্দুছ ছাত্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাসসহ অনেকে।

এদিন দুপুরে উপজেলার চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবংশী মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল সাইন্স জোন ও শেখ রাসেল মিউজিয়ামের পৃথক কার্যক্রমের সূচনা হয়।

প্রাথমিক বিদ্যালয়ে এমন সংযোজন ব্যতিক্রম এবং দেশে প্রথম উদ্যোগ বলে জানায় উপজেলা প্রশাসন৷ উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর রাজস্ব তহবিল থেকে এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ