ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ও বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য জানান।

নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা নয়ন হাওলাদার (২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা আমির হোসেন (৬৫)।

আলী আকবর জানান, বিকেল সোয়া ৪টার দিকে খিলক্ষেত এলাকায় রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নয়ন। এছাড়া কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপর একটি ট্রেনের ধাক্কায় মারা যান আমির।

তিনি  জানান, দুজনের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌ফেরদাউস আহ‌ম্মেদ বিশ্বাস রাজধানীতে পৃথক জায়গায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ