ঢাকা: দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন-অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সোমবার (১১ সেপ্টেম্বর) গাজীপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা সমাবেশ-২০২৩ এর অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা রেঞ্জ কমান্ডার পরিচালক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বাড়ানো ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ২টি সেলাই মেশিন, ১২টি বাইসাইকেল, ৩৭টি ছাতা ও ৪৯টি হটপট পুরস্কার হিসেবে দেন রেঞ্জ কমান্ডার।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আনসার-ভিডিপির গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম সমাবেশে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুস সাকিব খান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মতিয়ার রহমান ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্কেল অ্যাডজুটান্ট মো. শফিকুল ইসলাম।
গাজীপুর জেলার কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাশিয়া, সদর ও শ্রীপুর উপজেলা এবং টঙ্গী থানা আনসার-ভিডিপি কর্মকর্তাসহ গাজীপুর মহানগরীর আনসার সদস্য, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ২৫০ জনের অধিক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা সমাবেশে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসজেএ/আরবি