ঢাকা: রাজধানীর শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. গোলাম মোস্তফাকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর লাইন ওআর এ বদলি করা হয়।
একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের পরিদর্শক মো. আরশাদ হোসেনকে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে বর্ণিত স্থানে বদলি করা হলো।
শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শনাক্তে কাজ করছে ডিএমপির তদন্ত কমিটি। তারই অংশ হিসেবে বদলি করা হলো গোলাম মোস্তফাকে।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসজেএ/আরবি