ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে মিলল নারী চিকিৎসকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
তেজগাঁওয়ে মিলল নারী চিকিৎসকের মরদেহ

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে সুস্মিতা সাহা নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সুস্মিতা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের সনজিৎ কুমার ও ডলি রানির সন্তান।

মাজহারুল ইসলাম জানান, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুস্মিতার। ধারণা করা হচ্ছে, সম্পর্ক অবনতি হওয়ার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসায় তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিচিত লোকজন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়া সুস্মিতা মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। বর্তমানে তিনি কোথায় চেম্বার করতেন সেটা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ