যশোর: যশোরের অভয়নগরের পাথালিয়া গ্রামের গৃহবধূ মনজুরা বেগম হত্যা মামলায় স্বামী আব্দুস সেলিমের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৬ মে পাথালিয়া গ্রামের আব্দুর রহমানের পুকুর থেকে গৃহবধূ মনজুরা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় নিহতের বড় ভাই অভয়নগরের পায়রা গ্রামের কবির হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ২০০৬ সালের ৬ মে সেলিমের সঙ্গে মনজুরা বেগমের বিয়ে হয়। এক সন্তানের জন্মের পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এর কয়েকদিন পর সেলিম একই গ্রামের রিক্তা নামে আরেক মেয়েকে বিয়ে করেন। তার ছয় বছর পর সেলিম পুনরায় মনজুরা বেগমকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে যান।
পরিবারের সম্মতিতে তাদের আবার বিয়ে হয়। পরে সন্তান ও স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন সেলিম। এতে ক্ষিপ্ত হয়ে ২য় স্ত্রী রিক্তা বাবার বাড়িতে চলে যান। এরপর সেলিমের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন তিনি। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলতে থাকে। ২০০৬ সালের ৬ মে ভোরে মনজুরার মরদেহ উদ্ধার হয়।
এদিকে, মামলার পর তদন্তে উঠে আসে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছে সেলিম নিজে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সেলিমকে আটক করে পুলিশ। মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ৮ মে আদালতে চার্জশিট জমা দেন এসআই জসিম উদ্দিন। সোমবার এ মামলার রায় ঘোষণার পর সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
ইউজি/এসএম