সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সলঙ্গা থানার নলকা মোড়স্থ পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, সলঙ্গা থানার নলকা মধ্যপাড়া গ্রামের মৃত শাহেদ আলী ফকিরের ছেলে জিন্নাহ ফকির (৪৫) ও গণি শেখের ছেলে সাখাওয়াত হোসেন (৪০)।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনা ডিবি পুলিশের এসআই নাজমুল হকের নেতৃত্বে নলকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি বলেন, তাদের তল্লাশি চালিয়ে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের বিষয়টি টের পেয়ে ২০০টি ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায় নলকা ঝাকড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানিফ (২৮)।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআইএ