ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার একটি বাসায় কানিজ ফাতেমা (২৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত কানিজ ফাতেমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বলেন, কানিজ ফাতেমার স্বামী মো. পারভেজ  দুবাই প্রবাসী। গতরাতে ১০টার দিকে স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি রুমের মধ্যে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। দেখতে পেয়ে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ