ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

৫৩ প্রতিষ্ঠানের জন্য ৮৮ লাখ টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
৫৩ প্রতিষ্ঠানের জন্য ৮৮ লাখ টাকা অনুদান

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আওতাধীন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ড থেকে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানের জন্য ৮৭ লাখ ৯৭ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ট্রাস্টি বোর্ডের ২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সচিব জিয়াউল হাসান এবং বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঞ্চালনায় ট্রাস্টি বোর্ডের অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর আবেদন সভায় উপস্থাপন করা হয়। এতে সারা দেশের ৫৩ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানগুলোর জন্য ৮৭ লাখ ৯৭ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এই অনুদানের উদ্দেশ্য প্রান্তিক পর্যায়ে বিজ্ঞানের আলো পৌঁছিয়ে দেওয়া।

তিনি বলেন, দেশকে কীভাবে বদলানো যায়, এজন্য প্রয়োজন শক্তিশালী চেতনাবোধ। বিজ্ঞান ও প্রযুক্তি তার একটি অন্যতম অনুষঙ্গ।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া এবং বিজ্ঞান চর্চাকে উজ্জীবিত করতে এ অনুদান বিশাল ভূমিকা পালন করছে। পুরো জাতিকে বিজ্ঞানমনস্ক করাই এ কার্যক্রমের মহৎ উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।