ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মহাসড়কে ৬ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
মহাসড়কে ৬ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আড়াইহাহারের শালমদী এলাকার লিয়াকত আলীর ছেলে সজীব (২৮), ফিরনাসাদী এলাকার আরব আলীর ছেলে জুয়েল (২৫), শালমনী এলাকার মোস্তফার ছেলে তাবাদল (২৫), হাসনাবাদ এলাকার লাল মিয়ার ছেলে আমজাদ (২৬), শীনিবাসদ এলাকার মৃত কদম আলীর ছেলে মমিন (২৬), ডেমরার বামৈল পশ্চিমপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে রাকিব (১৯)।

শনিবার মো. মাহাবুব, আহসান উল্লাহ ও মো. জাহিদুল করিমের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেয় ডাকাতরা। অভিযোগ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য আসামি জুয়েলকে একটি খেলনা পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অপর আসামি সজিব লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডেমরা থানা এলাকায় অবস্থান করছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি সজিবের বাসায় যায় পুলিশ। গেট খোলার জন্য অনুরোধ করলে তারা প্রথমে উচ্চস্বরে চিৎকার ও চেচামেচি করে। একপর্যায়ে আসামি মিনহাজুল আবেদীন ফাহিম, নাইমুর রহমান, হাসিবুল হাসান ও সজিব গেট খুলে লোহার শাবল ও লাঠিসোঁটাসহ পুলিশের ওপর অতর্কিত হামলা করে। হামলায় তিনজন কনস্টেবল গুরুতর জখম হন।

এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করে। পরে গুরুতর আহত পুলিশ সদস্যরা ঢাকা মেডিকেলসহ আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আসামিদের কাছ থেকে একটি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি, চারটি রামদা, একটি খেলনা পিস্তল এবং নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।