ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ ৪ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
ফরিদপুরে ইয়াবাসহ ৪ কারবারি গ্রেপ্তার

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই চার কারবারির কাছে থেকে তিন হাজার ৩২৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।  

গ্রেপ্তাররা হলেন জেলার ভাঙ্গা উপজেলার বড় হামিরদী এলাকার মৃত সেকেন্দার মাতুব্বরের স্ত্রী 
সরলা বেগম (৪৮), একই উপজেলার পুখুরিয়া চৌধুরীকান্দা এলাকার সালেহ আহম্মেদের স্ত্রী পলি ওরফে লাকি (২৬), পাশের নগরকান্দা উপজেলার কোদালিয়া এলাকার মৃত ইউসুফ শেখের সেলিম মিয়া (৪৩) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল এলাকার নূর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৬)।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, পৃথক তিন অভিযান চালিয়ে তিন হাজার ৩২৫টি ইয়াবা ট্যাবলেটসহ চার কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় পৃথক তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে।  

মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে বলে জানান শামীম হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।