ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় অধিকার সম্পাদক আদিলুর ও পরিচালক এলানের মুক্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
খুলনায় অধিকার সম্পাদক আদিলুর ও পরিচালক এলানের মুক্তি দাবি

খুলনা: দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জাতিসংঘ পার্কের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিকার খুলনা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ফ্রি আদিল, ফ্রি এলান’ লেখা স্লোগান সম্বলিত কালো কাপড় মুখে বেঁধে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বেকুসুর খালাস দেওয়ার দাবি জানান।

মৌন এ প্রতিবাদ মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার খুলনার ফোকাল পারসন মুহাম্মদ নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ও খুলনা জেলা আহ্বায়ক মো. বেল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য ও কলামিস্ট অ্যাডভোকেট মাফতুন আহমেদ, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি রাজু হাওলাদার, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, ব্যবসায়ী মো. কামাল হোসেন, অধিকারের হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক জিয়াউস সাদাত, মো. জামাল হোসেন, এম এ আজিম,  অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মহরম হাসান মাহিম, ছাত্র অধিকার নেতা মো. সাব্বির শেখ, মো. আশিক আহমেদ, কলেজছাত্র মো. রিয়াদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।