বগুড়া: বগুড়ায় ওজন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন দইঘরকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মঙ্গলবার শহরের জিরো সাতমাথার বিভিন্ন দইঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এএটি