ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

দইয়ে ওজনে কম দেওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
দইয়ে ওজনে কম দেওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া: বগুড়ায় ওজন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন দইঘরকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মঙ্গলবার শহরের জিরো সাতমাথার বিভিন্ন দইঘরে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম থাকলেও প্রকৃত ওজন ৫৩০ গ্রাম। দইয়ের ওজন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে চিনিপাতা দইঘরকে সাত হাজার, আলহাজ মহরম আলী দইঘরকে ছয় হাজার এবং আদি আসল মহরম আলী দইঘরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।