ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের বিসিক শিল্পনগরী এলাকায় শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এলসন ফুডসের কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ইশরাত সিদ্দিকা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ এখানে অভিযানটি পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে নুরুল ইসলামের মালিকানাধীন এ কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদের তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাছাড়া আগামী এক মাসের মধ্যে এ কোম্পানির উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে তাদের বড় ধরনের শাস্তি দেওয়া হয়।

ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।