সিরাজগঞ্জ: জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান চালানো হয়।
আটকরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় করিমপুর গ্রামের মৃত বনমালীর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩২), একই গ্রামের শ্রী যতীনের ছেলে শ্রী যতীশ চন্দ্র (৩৫) ও শ্রী কালিপদ ওরফে কাঞ্চন চন্দ্রের ছেলে শ্রী বিজয় চন্দ্র (৩০)।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীনের নেতৃত্ব বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বরের দক্ষিণে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি অভিযান চালানো হয়। ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী এনআর ট্রাভেলস নামক বাসে তল্লাশি চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসআইএ