ঢাকা: ই-কমার্স খাতের ট্রেডবডি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে আয়োজিত হয়েছে মোহাম্মদপুর মিটআপ। এ মিটআপে ই-ক্যাবের মোহাম্মদপুর এলাকার সদস্য ও এফ-কমার্স উদ্যোক্তাসহ ১০০-এর বেশি সদস্য উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৩ অক্টোবর) এ তথ্য জানায় ই-ক্যাব। এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মোহাম্মদপুরে একটি রেস্টুরেন্টে এ মিটআপ আয়োজিত হয়।
ই-ক্যাবের চারটি কমিটি এফ-কমার্স অ্যালায়েন্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটি, ই-ক্যাব সেলার ফোরাম ও ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডিং কমিটি এ মিটআপ আয়োজনে সহযোগিতা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ মিটআপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ডিরেক্টর সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল মার্কেটিং ও ফেসবুক বিজনেস নিয়ে একটি সেশন আয়োজিত হয়। এ সময় ই-কমার্স উদ্যোক্তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন ও বক্তারা উত্তর দেন।
আয়োজনে বক্তব্য দেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তমাল, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক খন্দকার তাসফিন আলম, পরিচালক অর্নব মুস্তফা, পরিচালক ইলমুল হক সজীব ও পরিচালক সাইদুর রহমান। বক্তব্য শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। এরপর মিটআপের আয়োজন সহযোগী ই-ক্যাবের চারটি কমিটি ও স্পন্সরদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় মিটআপ।
ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তমাল মিটআপে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও আগামী নভেম্বর মাসে ই-ক্যাবের দুটি ফ্ল্যাগশিপ প্রোগ্রামের ব্যাপারে সবাইকে অবগত করেন।
তিনি জানান, আগামী ৮ নভেম্বর ই-ক্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এদিনে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড দেওয়া হবে।
আব্দুল ওয়াহেদ তমাল জানান, স্মার্ট লজিস্টিক এক্সপো আয়োজন করতে যাচ্ছে ই-ক্যাব।
ই-ক্যাব মোহাম্মদপুর মিটআপে স্পন্সর হিসেবে ছিল পার্সেলডেক্স, রিবানা, চিকিৎসা ও আমার দেশ আমার পণ্য। মিটআপে অতিথি হিসেবে ইক্যাবের ইসি কমিটির সদস্য ও ব্যাবিলন রিসোর্সেস-এর সিইও লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এইচএমএস/আরবি