ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলে বিস্ফোরণ ঘটেছে। এতে মিলের ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- ইকবাল (২৬), সাইফুল (৩০), জাকারিয়া (২২), মুজাম্মেল (৩০) ও শরিফুল (২৫)।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ভোরে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ মিলের ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।