নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী যেটা করে থাকেন এবং আমরা যেটা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার।
শনিবার (১৪ অক্টোবর) ভোরে মহালয়া উপলক্ষে নারায়ণগঞ্জের দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মী বারোয়ারি পূজা কমিটির আয়োজনে মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চন্দন শীল বলেন, উত্তরবঙ্গের পর নারায়ণগঞ্জের এখানে এমন আয়োজন করা হয়ে থাকে। এখানে আমরা সবাই মিলে মায়ের কৃপা-প্রার্থনা করবো যেন বিশ্বের ও আমাদের দেশের মঙ্গল হয়।
এর আগে ভোরে দেওভোগ মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহালয়া শুরু হয়। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহালয়া পালন করেন। ভোরে মহালয়া দেখতে শতশত ভক্ত এসে মন্দিরে ভিড় জমান। এ সময় দেবী দুর্গার অসুর বধ, নাচ ও গানের মাধ্যমে এ অনুষ্ঠানকে ফুটিয়ে তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রী শ্রী রাজা লক্ষ্মী বারোয়ারি পূজা কমিটির সভাপতি অজিত সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমআরপি/আরবি