ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সকাল ১০টায় ‘এক মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
সকাল ১০টায় ‘এক মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা ঢাকা শহর, ফাইল ফটো

ঢাকা: শব্দ দূষণ রোধে ঢাকা শহরে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি তথা নিরবতা পালন করা হবে। সকাল ১০টা থেকে এক মিনিট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয় এলাকাসহ কয়েকটি এলাকায় এ কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের রাস্তায় অবস্থান করে এ কর্মসূচি প্রত্যক্ষ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর জানান, এ কর্মসূচি পালনে সিটি করপোরেশন, বিআরটিএসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।