ঢাকা: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস টিটিএলের ( টার্ন টেবল ল্যাডার) সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভেঙে ভেতরে কেউ আটকে আছে কি না দেখা হচ্ছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে দুইটি ল্যাডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি (টিটিএল) নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভেতরে আগুন ও মানুষ আটকে আছে কি না।
কেউ ভেতরে আটকে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা তা বলতে পারছি না এই মুহূর্তে। তবে অনেকে ফোন দিয়ে আমাদের মানুষ আটকে থাকার কথা জানাচ্ছেন।
অন্যদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডবলিত ভবন থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন নিচে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কারও মৃত্যুর সংবাদ এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, ৪টা ৫৮ মিনিটে মহাখালীর আমতলীর ওই বহুতল ভবনের ১৩ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ইউনিট।
আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
পিএম/এইচএ/