ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফাত মোর্শেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু তানভীর সিদ্দিকী (২৮)।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সিফাতকে রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

সিফাত কুষ্টিয়া জেলার জাহিদ মোর্শেদের ছেলে। তিনি গেন্ডারিয়ার দীন নাথ সেন রোডে ভাড়া থাতেন। বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন সিফাত।  

তার আরেক বন্ধু আরমান হোসেন হৃদয় জানান, দুই মোটরসাইকেলে চারজন বন্ধু ধোলাইপাড় দিয়ে ফ্লাইওভারে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসছিলেন। এক মোটরসাইকেল সিফাত চালাচ্ছিলেন। তার পেছনে বসা ছিলেন তানভীর। কিছু দূর গিয়ে সিফাতের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে দুজনে ছিটকে পড়েন। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে সিফাত মারা যান।

সিফাতের মামা আশিকুর রহমান বলেন, সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বের হয় সিফাত। রাতে জানতে পারি সিফাত দুর্ঘটনায় আহত হয়েছে। তবে হাসপাতালে এসে সিফাতের মরদেহ পাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত তানভীর হাতে ও কোমরে আঘাত পেয়েছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।