ঢাকা: গত ২৮ অক্টোবরে সহিংসতা ও এদিন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১২ দিনে রাজধানীজুড়ে দুই হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ এবং সর্বশেষ বুধবার (১ নভেম্বর) ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (২ নভেম্বর) বংশালে একটি, পল্টনে তিনটি, বাড্ডায় দুইটি, বনানীতে একটি, মিরপুরে একটি, মুগদায় একটি, সবুজবাগে একটি, ডেমরায় একটি, তেজগাঁও শিল্পাঞ্চলে একটি, যাত্রাবাড়ীতে একটি, ওয়ারী থানায় একটিসহ মোট ১৪টি নতুন মামলার তথ্য জানিয়েছে ডিএমপি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
পিএম/এসআইএ