ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেসিসির প্যানেল মেয়র হলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
কেসিসির প্যানেল মেয়র হলেন যারা

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র নির্বাচনে ১ নম্বর সদস্য হিসেবে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ, ২ নম্বর সদস্য হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও ৩ নম্বর সদস্য হিসেবে সংরক্ষিত ওয়ার্ড নম্বর ৫-এর কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে শুনু পুনরায় ও অপর দুজন এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

গতবার এ পদে নির্বাচন হয়েছিল।

খুলনা সিটি করপোরেশন আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী প্যানেল মেয়র নির্বাচনের জন্য গত ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিল করা হয় ৩১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ তারিখ ছিল বৃহস্পতিবার (২ নভেম্বর)। তিনজন প্রার্থী ছাড়া অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশনার কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এদিন উল্লিখিত তিনজন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী রিটার্নিং অফিসার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান প্রিসাইডিং অফিসার ও চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।