ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
যাত্রাবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (০৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মোহাম্মদ মহশীন (২৩), মো. খোকন (২৬) ও মো. আরমান হোসেন (২০)। অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ছয় লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি লড়ি জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷ সেই সঙ্গে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।