ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কয়রায় জামায়াত-বিএনপির ৫৭ নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
কয়রায় জামায়াত-বিএনপির ৫৭ নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৩

খুলনা: খুলনার কয়রা উপজেলায় নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অভিযোগে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক, খুলনা মহানগর জামায়াতের সাবেক আমির আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামসহ ৫৭ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এ মামলায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আমাদী গ্রামের মৃত সাজাদ শেখের ছেলে নাজমুল শেখ (৪৮), হাজতখালি গ্রামের মৃত নুর আলী ঢালীর ছেলে মো. সোহরাব হোসেন (৪০) ও দেয়াড়া গ্রামের মৃত ইনছান আলী গাজীর ছেলে জামাল উদ্দীন আহম্মেদ। পুলিশের দাবি গ্রেপ্তারকৃতরা বিএনপির কর্মী।

মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, সব আসামিই বিএনপি-জামায়াতের সক্রিয় সদস্য।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কয়রা থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহ উদ্দীন বাদী হয়ে মামলাটি করেন। এর আগে রোববার (২৯ অক্টোবর) রাতে কয়রা থানার এসআই শেখ তারেক আহমেদ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মীকে আসামি করে প্রথম মামলাটি করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি হয়েছে। এরই মধ্যে মোট ২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শান্ত কয়রা উপজেলাকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।