ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে একটি অক্সিজেনবাহী ট্যাংকার উল্টে গেছে। এতে যানচলাচল ধীরগতির হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী অক্সিজেনবাহী একটি লরি পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশপাশে গাড়ি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্যাংকারে থাকা অক্সিজেন আশপাশে ছড়িয়ে পড়ায় সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়।
ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, সড়কে অন্য গাড়ি অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেনবাহী ট্যাংকারটি উল্টে যায়।
পরে উল্টে যাওয়া অক্সিজেনবাহী ট্যাংকারের কারণে মহাসড়কে গাড়ি কিছুটা ধীরগতিতে চলছে। ট্যাংকার অপসারণে কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসএইচডি/এসআইএ