ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে ১৬৭ রাউন্ড গুলি-মাদকসহ আটক দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
যশোরে ১৬৭ রাউন্ড গুলি-মাদকসহ আটক দুই

যশোর: জেলায় ১৬৭ রাউন্ড রাইফেলের গুলি, দুইটি চাকু, মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের ইসতিয়াক আহমেদ ও মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুকুল মোল্লা (৩০)।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকা থেকে একটি প্রাইভেটকারে থাকা দুইজনকে তল্লাশি করা হয়। তাদের কাছে দুই রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে, বাঘারপাড়া উপজেলার ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে আসামি ইসতিয়াক আহমেদের ঘর থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, দুইটি চাকু, গাজাসহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
ইউজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।