ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
সিরাজগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক

সিরাজগঞ্জ: জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  

শনিবার (০৪ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সোহেল মিয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা গ্রামের মো. আলী আকবরের ছেলে।  

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন জানান, পুলিশ মো. আরিফুর রহমান মণ্ডলের দিক নির্দেশনায় শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকায় চেকপোস্টে ডিউটি চলাকালে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মিয়াকে আটক করা হয়।

ডিবি ওসি আরও বলেন, এ ঘটনা মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। আটক সোহেলের বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩ 
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।