ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিকেলে আরামবাগ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
বিকেলে আরামবাগ মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।  

শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে জনসভায় যোগ দিতে দলে দলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শুধু ঢাকা মহানগরী নয়, আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ থেকেও আসছেন দলীয় নেতা-কর্মীরা।

বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জনসভা ঘিরে ইতোমধ্যে আরামবাগ মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও থানা-ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।