ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় রাত পৌনে ১২টায়। আদমজী এলাকার ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, একটি বাসে আগুনের সংবাদে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এজেডএস/এমআরপি/এসআইএ