ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাসে দরজায় কিছু একটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বাসে দরজায় কিছু একটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: খিলগাঁও মেরাদিয়ায় দূর থেকে নিক্ষেপ করা কিছু একটা চলন্ত বাসের দরজায় পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে এটি পেট্রল বোমা কিনা এখনও পুলিশ নিশ্চিত নয়।

রোববার  (৫ নভেম্বর) সকালের দিকে খিলগাঁও মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের দরজায় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সাব্বির ও সবুজ নামে দুইজন দগ্ধ হয়। পরে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, যতটুক জানা গেছে দূর থেকে নিক্ষেপ করা কোনো কিছু বাসে দরজায় পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে নিক্ষেপকৃত সেই বস্তুটি পেট্রল বোমা কিনা সেটা এখনো জানা যায়নি। পুলিশ গিয়ে বাসের দরজায় আগুন দেখতে পাইনি তবে আগুনের চিহ্ন দেখা গেছে।

আরও পড়ুন: রাজধানীতে বাসে আগুন, ২ জন আহত

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।