ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

তুরস্কে জাতীয় সংবিধান দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
তুরস্কে জাতীয় সংবিধান দিবস উদযাপন

ঢাকা: তুরস্কের আংকারাস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিবসটি উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের দ্বিতীয় সচিব মো. শফিক উদ্দিন অনুষ্ঠানের সূচি ঘোষণা করেন। এরপর সাম্প্রতিক বিষয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  

এ উপলক্ষে মন্ত্রণালয় থেকে পাওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।  

আলোচনা পর্বের প্রথমেই বাংলাদেশের সংবিধানের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এরপর জাতীয় সংবিধানের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’র ওপর আলোচনা করেন রাষ্ট্রদূত এম আমানুল হক। রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাতীয় সংবিধান দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোকপাত এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন। জাতীয় সংবিধান দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত করায় সরকারের নীতি-নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠান শেষ করেন তিনি।

পরিশেষে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।