ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

হঠাৎ গলি থেকে বের হয়ে ৩টি সিএনজি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
হঠাৎ গলি থেকে বের হয়ে ৩টি সিএনজি ভাঙচুর

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানা এলাকায় সড়কে তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  

রোববার (৫ নভেম্বর) দুপুরে তেজগাঁও থানাধীন বিএফ শাহীন কলেজের বিপরীত পাশে এই ঘটনা ঘটে।

 

তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তেজগাঁও এর শাহীনবাগের গলি দিয়ে ১৫/২০ জন যুবক ঝটিকা মিছিল বের করে তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে করে পালিয়ে গিয়েছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।