ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আগুন যারা দিয়েছে তাদের নাম পেয়েছি: ডিবি প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
আগুন যারা দিয়েছে তাদের নাম পেয়েছি: ডিবি প্রধান

ঢাকা: অবরোধের পর থেকে আগুনের ঘটনা ঘটছে। কারা এ অপকর্ম করছে তাদের নাম পেয়েছে গোয়েন্দা বিভাগ।

তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ তথ্য জানান ডিবি প্রধান।

হারুন অর রশীদ বলেন, এতদিন তো আগুন লাগেনি। অবরোধ ডাকার পরে এই আগুনগুলো কারা লাগাচ্ছে আমরা জানি। তাদের নাম আমরা পেয়েছি, ছবি পেয়েছি। আমরা অবশ্যই তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।

আমরা পরিষ্কার বলতে চাই, জনগণের জানমাল; সরকারি সম্পত্তিতে আগুন লাগাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। অনেকের নাম আমরা পেয়ে গেছি। তারা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।

ডিবি প্রধান আরও বলেন, গত ২৮ অক্টোবর যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, আমাদের পুলিশ ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে এবং ওই দিন বাসে যারা আগুন লাগিয়েছে, তারাই তো পরদিন হরতাল ডেকেছে। হরতালের মধ্যেও আগুন লাগানোর ঘটনা ঘটছে। অবরোধ ডেকেছে, অবরোধের মধ্যে আগুন লাগানোর ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।