নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পৌর বাজারের সংলগ্ন ডাকবাংলোর সামনে দাঁড়ানো একটি পিকাআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রলের খালি বোতল উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
আরআইএস