ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যাত্রীর কব্জি বিচ্ছিন্ন  ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে মাজেদ খান (৩৫) নামে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। মাজেদ সিলেটের কুলাউড়া এলাকার ইসহাক খানের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি টঙ্গীর মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় পাশে থাকা বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের এক যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে আহত যাত্রীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ওই ট্রাকের চালক আনোয়ার হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।  

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ