ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক

ঢাকা: প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও সংসদ সদস্য (এমপি) সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  

সোমবার (৬ নভেম্বর) সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় প্রায় দুই ঘণ্টার এ বৈঠক হয়।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেলা সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করেন। বিকেল সোয়া ৪টার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তবে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বৈঠকের বিষয়ে জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলাপ হয়েছে। এছাড়া তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলাপ করেছেন।

এ বিষয়ে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রাণবন্ত এবং বিস্তৃত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ইস্যুকে সামনে রেখে এই অংশীদারত্ব আরও সমৃদ্ধ ও গভীর করার বিষয়ে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা অত্যন্ত আনন্দের।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর  ০৬, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।