ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ভাড়া বাসায় মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
সিলেটে ভাড়া বাসায় মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

সিলেট: নগরের আম্বরখানার বনশ্রী আবাসিক এলাকার একটি বাসা থেকে তানভীর আহমদ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর আহমদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। তিনি সস্ত্রীক বনশ্রী এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নগরের এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (ইনচার্জ) মফিজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে কী না, খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।