ঢাকা: রাজধানীর ইস্কাটন এলাকায় মঙ্গলবার (৭ নভেম্বর) মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় জানা গেছে। এ দুজন হলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম (৪০) ও খণ্ডকালীন শিক্ষক সৌভিক করিম (৪২)।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে দুজন মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী ঘটনাস্থলেই নিথর হয়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, দুজনের পরিবারের কেউই মামলা করতে চায়নি। পরে দুপক্ষের সমঝোতায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরিফুল ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন। তিনি সবশেষ গণসংহতি আন্দোলনের সর্বোচ্চ ফোরাম জাতীয় পরিষদের সদস্য ছিলেন বলে জানান ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
তিনি বলেন, ২০০৭ সালের শেষদিক থেকে ২০১২ সাল পর্যন্ত ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলেন আরিফুল। ওয়ান-ইলেভেনে ছাত্রদের আগস্ট মুভমেন্টের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে (ইউপিএলের) মার্কেটিং হেড হিসেবে কর্মরত ছিলেন।
আরিফুল ইস্কাটন রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম খয়রুল ইসলাম। গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী।
অন্যদিকে সৌভিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তিনি বড় মগবাজার এলাকায় থাকতেন। তার বাবার নাম আবু করিম।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
ফাহিম হোসেন/এইচএ/