ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের চার স্থানে ড্রেজিংয়ে খরচ হবে ৩৫৯ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
দেশের চার স্থানে ড্রেজিংয়ে খরচ হবে ৩৫৯ কোটি টাকা পুরনো ছবি

ঢাকা: দেশের চার স্থানে ড্রেজিংয়ের পূর্ত কাজ হবে। এতে খরচ হবে ৩৫৯ কোটি ৭৯ লাখ টাকা।

কাজটি পেয়েছে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডিব্লউটিএ কর্তৃক মোংলা থেকে রামপাল খেয়াঘাট পর্যন্ত (প্যাকেজ-২, লট-১) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৯৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উলানিয়া থেকে মাওয়া এবং দৌলতদিয়া থেকে নাজিরগঞ্জ পর্যন্ত (প্যাকেজ-২, লট-২) ৮৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা; নাজিরগঞ্জ থেকে চর ভবানিপুর (প্যাকেজ-২, লট-৩) পর্যন্ত ৮৭ কোটি ৯০ লাখ টাকা এবং ভবানিপুর থেকে পাকশী (প্যাকেজ-২, লট-৪) পর্যন্ত ড্রেজিংয়ের পূর্ত কাজও একই প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ৮,২০২৩
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।