ঢাকা: অন্য দশ দিনের মতোই আয়-রোজগারের জন্য মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে প্রাইভেটকার নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন মহিউদ্দিন। বুধবার (৮ নভেম্বর) দুপুরে ও সন্ধ্যায় দুই দফায় ফোনে কথা বলেন স্ত্রীর সঙ্গে।
কাঁদতে কাঁদতে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলানিউজকে এসব কথা বলছিলেন মহিউদ্দিনের স্ত্রী আর্জু বেগম। মহিউদ্দিন বুধবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির রোডে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। ঘটনার সময় তিনি নিজের প্রাইভেটকার চালাচ্ছিলেন। তখন একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির ওপর কাত হয়ে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মহিউদ্দিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম মো. তোফাজ্জেল। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকতেন মগবাজারের নয়াটোলার ভাড়া বাসায়।
আর্জু বেগম জানান, টানাটানির সংসারে সচ্ছলতা ফেরাতে বছরখানেক আগে ১০ লাখ টাকা ঋণে প্রাইভেটকারটি কিনেছিলেন মহিউদ্দিন। এরপর নিজেই ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কাজ করে। রাতেই মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এজেডএস/এইচএ/